নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে অপূর্ব (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ফতুলা থানাধীন পাগলা নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপূর্ব একই এলাকার বাবুল শেখের ছেলে। এর আগে শুক্রবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদী ও বিবাদী একই এলাকায় বসবাস করেন। এলাকায় পরিচয় থেকে বাদীর মেয়ের সঙ্গে অপূর্বের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ এপ্রিল বাদী তার মেয়েকে বাসায় রেখে বোনের বাসায় যায়। এ সময় অপূর্ব বাদীর বাড়িতে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে তার মেয়েকে বিয়ে করতে বললে সে অস্বীকৃতি জানায়।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।