হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘তানজিমের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

টাঙ্গাইল প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে টাঙ্গাইলের বাড়িতে এসেছিলেন সাবেক সেনা কর্মকর্তাদের একটি দল। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁরা এসেছিলেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন এই দলের সদস্যরা নির্জনের মা,বাবা ও বোনের সঙ্গে কথা বলেন। এ সময় তানজীম ছরোয়ারের কবরের পাশে গিয়ে মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলে এলাহি আকবর। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) আব্দুল মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্য নেতৃবৃন্দ। 

পরবর্তীকালে সাংবাদিকদের উদ্দেশে ফজলে এলাহি আকবর বলেন, ‘তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা, সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে–না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের দেশে এখনো অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে