হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিজয় দিবসের প্রস্তুতি প্যারেডের সময় স্কুলমাঠে ছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি প্যারেডের সময় স্কুলমাঠে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকায় হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুলমাঠে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগে হার্টঅ্যাটাকে মাহিকা (১৪) নামের ওই ছাত্রী মারা যায়।

মাহিকা বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকার আব্দুল মান্নানের মেয়ে। 

পুলিশ ও সহপাঠীরা জানায়, প্রস্তুতি প্যারেড চলাকালে হঠাৎ করে মাটিতে পড়ে যায় মাহিকা। সঙ্গে সঙ্গে তাকে অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আলাউল কবির বলেন, ‘শিক্ষার্থীকে দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, হার্টঅ্যাটাকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, ‘স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরে স্কুলছাত্রীর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান