হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাইজদী ইউনিয়নের মাধবদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, আসাদ ছিনতাইকারী চক্রের সদস্য। আহতেরা হলেন মেলার বেলুন ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল। 

স্থানীয়রা জানান, রাতে সোনারগাঁয়ের এক মেলা থেকে বাড়ি ফিরছিলেন তিন বেলুন ব্যবসায়ী। পথে মাধবদী কবরস্থানের সামনে তাঁদের গতিরোধ করে ছিনতাইকারী দল। তাঁদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে আহতদের চিৎকারে পাশের গ্রামের মানুষ ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এর মধ্যে আসাদ নামে এক ব্যক্তিকে ছিনতাইকারী দাবি করে গণপিটুনি স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘গণপিটুনিতে নিহতের ঘটনায় তদন্ত করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ