হোম > সারা দেশ > ঢাকা

মোট গ্রেপ্তার ১৩ জন

হোয়াটসঅ্যাপে গাড়ির লাইভ লোকেশন শেয়ারের পর ‘লুট’ করা হয় সৌদি রিয়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক বিদেশি মুদ্রা ব্যবসায়ীর কর্মচারীদের পরিকল্পনায় সৌদি রিয়াল ‘ডাকাতির’ ঘটনাটি ঘটে। এমনটিই জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, প্রাইভেট কারে থাকা ওই ব্যবসায়ীর এক কর্মচারী লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর সহযোগীদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০-১২ জন মুখোশ পরে ঘটনাস্থলে এসে বিদেশি মুদ্রাভর্তি লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায়।

চার লাখের বেশি সৌদি রিয়ালসহ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চার লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এর আগেই এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আজ শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের সামনের যাত্রীছাউনির কাছে ডাকাতির এ ঘটনা ঘটে। গতকাল অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মচারীরা বিদেশি মুদ্রাভর্তি লাগেজ নিয়ে প্রাইভেট কারে করে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ মুখোশ পরা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে ওই লাগেজটি ছিনিয়ে নেয় তারা।

লুট হওয়া অর্থের মধ্যে ছিল ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ আমিরাতি দিরহাম। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

ডাকাতির পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেট কারে থাকা ট্রাভেলসটির এক কর্মচারী মো. তুহিনকে (২৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।

তুহিনের বরাতে মুহাম্মদ তালেবুর জানান, তুহিন ও তাঁর কয়েকজন সহযোগী আগেই এ ডাকাতির পরিকল্পনা করেছিলেন। ঘটনার দিন তুহিন উবার প্রাইভেট কারে লাগেজসহ রওনা দিয়ে নিজের লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। সেই লোকেশন অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে মুদ্রাভর্তি লাগেজ নিয়ে যায়। পরে লুট করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে তারা আত্মগোপনে চলে যায়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে