হোম > সারা দেশ > ঢাকা

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করে। দুদকের করা ওই পাল্টা মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন নাজমুল হুদা, যা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয়। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে আদালত বলেন, এইভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। সুপ্রিম কোর্টকে রক্ষা করা সবার দায়িত্ব। সবাইকে আদালতের এই ইমেজ রক্ষা করতে হবে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর নাজমুল হুদার পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আমিন উদ্দিন মানিক জানান, ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন। পরে দুদকের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এরপর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো নাজমুল হুদার নামে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামি নাজমুল হুদা মিথ্যা জেনেও বিজ্ঞ আদালত ও সাবেক প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মামলা করেছিলেন। সেই সঙ্গে তাঁর নিজের নামে থাকা ২০০৮ সালের মামলাটি প্রশ্নবিদ্ধ করার হীন মানসে মিথ্যা ঘটনার সৃষ্টি করে ওই মামলা করেছেন মর্মে দুদকের তদন্তে উঠে আসে।

গত বছর নাজমুল হুদাকে অভিযুক্ত করে দুদক চার্জশিট দাখিল করে। চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ