হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইসমাইল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে। সে তানিয়া খাতুন নুরানিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় ইসমাইল। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে আজ ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে আজ ভোর ৬টার দিকে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ইসমাইলের স্বজনেরা জানান, কয়েক বছর আগে ইসমাইলের বড় ভাই পারভেজ হোসেন ছয় বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। এবার দ্বিতীয় সন্তানকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। স্বজন ও পরিবারের লোকজনেরও আহাজারি থামছে না।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯