হোম > সারা দেশ > গাজীপুর

বেতন বৃদ্ধির দাবিতে আজও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় নবম দিনের মতো বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বিক্ষোভ চলাকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রুয়া ফ্যাশন নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। 

সকাল ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে কারখানা ভাঙচুর করায় নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুয়া ফ্যাশন গার্মেন্টসের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানায় ভাঙচুর করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ তৈরি করলে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করে। তাঁরা মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভোগড়া এলাকায় একটি কারখানায় ভাঙচুর চালান এবং পরে মহাসড়কে অবস্থান নেন। আমরা প্রথমে তাঁদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলেও তাঁরা না মানায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সরিয়ে দেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন