হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে হামলায় আহত সৌদিপ্রবাসীর ১২ দিন পর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

নিহত সৈকত মাহমুদ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদিপ্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন পর গতকাল রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সৈকত মাহমুদ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারী সঙ্গে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর আহত হয়।

স্বজনেরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর গতকাল রোববার রাতে সৈকত মাহমুদ মারা যায়।

নিহত সৈকত মাহমুদের বড় ভাই জহিরুল হক বলেন, ‘আমার ভাই মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসে। কাদের ব্যাপারী নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

চিত্রকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, তাদের উভয় পক্ষের বাড়ি একই গ্রামের একই সীমানায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল হক জহির বাদী হয়ে গত রোববার রাতে কাদের ব্যাপারীকে ১ নম্বর আসামি করে এবং পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনা এখনো কাউকে আটক করা যায়নি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ