হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে হামলায় আহত সৌদিপ্রবাসীর ১২ দিন পর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

নিহত সৈকত মাহমুদ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদিপ্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন পর গতকাল রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সৈকত মাহমুদ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারী সঙ্গে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর আহত হয়।

স্বজনেরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর গতকাল রোববার রাতে সৈকত মাহমুদ মারা যায়।

নিহত সৈকত মাহমুদের বড় ভাই জহিরুল হক বলেন, ‘আমার ভাই মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসে। কাদের ব্যাপারী নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

চিত্রকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, তাদের উভয় পক্ষের বাড়ি একই গ্রামের একই সীমানায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল হক জহির বাদী হয়ে গত রোববার রাতে কাদের ব্যাপারীকে ১ নম্বর আসামি করে এবং পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনা এখনো কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ