হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ধর্ষণ-হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন (৪৬)। তিনি রূপগঞ্জের বিরাব এলাকার শাহজাহানের ছেলে। এর আগে গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মুনিরুল আলম। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাববাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২৫ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত।

রায় প্রদানের সময় আসামি পলাতক ছিলেন। এরপর আসামিকে ধরতে ছায়া তদন্ত চালায় র‍্যাব। পরে তাঁর অবস্থান শনাক্ত করে সকালে ধামরাই এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন