হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ধর্ষণ-হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন (৪৬)। তিনি রূপগঞ্জের বিরাব এলাকার শাহজাহানের ছেলে। এর আগে গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মুনিরুল আলম। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাববাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২৫ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত।

রায় প্রদানের সময় আসামি পলাতক ছিলেন। এরপর আসামিকে ধরতে ছায়া তদন্ত চালায় র‍্যাব। পরে তাঁর অবস্থান শনাক্ত করে সকালে ধামরাই এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল