হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ধর্ষণ-হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন (৪৬)। তিনি রূপগঞ্জের বিরাব এলাকার শাহজাহানের ছেলে। এর আগে গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মুনিরুল আলম। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাববাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২৫ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত।

রায় প্রদানের সময় আসামি পলাতক ছিলেন। এরপর আসামিকে ধরতে ছায়া তদন্ত চালায় র‍্যাব। পরে তাঁর অবস্থান শনাক্ত করে সকালে ধামরাই এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২