হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ধর্ষণ-হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন (৪৬)। তিনি রূপগঞ্জের বিরাব এলাকার শাহজাহানের ছেলে। এর আগে গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মুনিরুল আলম। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাববাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২৫ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত।

রায় প্রদানের সময় আসামি পলাতক ছিলেন। এরপর আসামিকে ধরতে ছায়া তদন্ত চালায় র‍্যাব। পরে তাঁর অবস্থান শনাক্ত করে সকালে ধামরাই এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করা হয়।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব