আগামীকাল শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে ৫৭তম এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ইজতেমা ময়দানে এসেছেন।
ময়দানে থেকে অভ্যর্থনা জানান কাকরাইলের মুরব্বি ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
সন্ধ্যা ৭টার দিকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি ইসলামের কাজ করার জন্য। সুযোগ পেলে চিল্লায় যাওয়ার চেষ্টা করব। আমি চাই সব মুসলমান ভাই যেন ইসলামিক কাজে অংশগ্রহণ করে। এবার দ্বিতীয় ধাপের ইজতেমায় এসেছি।’
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ময়দানের ১ নম্বর বিল্ডিংয়ে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। তিনি ময়দানে তিন দিন থাকবেন বলেন আশা করছি।’