হোম > সারা দেশ > ঢাকা

ধর্মীয় উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে র‍্যাব হেফাজতে অধ্যাপক রুমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী পল্লবীর 'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে অপপ্রচার চালানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 

আজ বুধবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে নিয়ে এসেছে র‍্যাব। 

কমান্ডার খন্দকার মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তিনি (রুমা সরকার) একটি ভিডিও ভাইরাল করেন। সেই ভিডিওটি অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়াও তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন বলে দাবি র‍্যাবের কর্মকর্তার। তিনি জানান, তাঁর এই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এ জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। যথাযথ আইন মেনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এনেছি। 

এ বিষয়ে মামলা হবে কি না জানতে চাইলে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার