হোম > সারা দেশ > ঢাকা

ধর্মীয় উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে র‍্যাব হেফাজতে অধ্যাপক রুমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী পল্লবীর 'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে অপপ্রচার চালানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 

আজ বুধবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে নিয়ে এসেছে র‍্যাব। 

কমান্ডার খন্দকার মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তিনি (রুমা সরকার) একটি ভিডিও ভাইরাল করেন। সেই ভিডিওটি অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়াও তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন বলে দাবি র‍্যাবের কর্মকর্তার। তিনি জানান, তাঁর এই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এ জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। যথাযথ আইন মেনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এনেছি। 

এ বিষয়ে মামলা হবে কি না জানতে চাইলে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন