হোম > সারা দেশ > ঢাকা

টাকা জমিয়ে ফুল কিনেছি: শিশু সায়মা ও সাইদা 

ঢাবি, প্রতিনিধি 

আম্মু বলেছে তাই ফুল দিতে এসেছি, আম্মু নিয়ে আসছে, আমি টাকা জমিয়ে ফুল কিনেছি—   কথাগুলো বলছিল ছোট্ট শিশু সায়মা। সায়মার সঙ্গে এসেছে ওর বোন সাইদা। সাইদাও একই কথা বলেছে, ‘বাবা আমাকে যে টেকা দিতেন সেগুলো নিয়ে চকলেট না খেয়ে ফুল কিনেছি। আম্মু অনেক আগে থেকে ফুল কিনতে বলছেন।’ 

মোহাম্মদ বিল্লাল হোসেন ও ফৈরদোসী হাসান দুই মেয়েকে নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টার দিকে আসেন।   ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের এই পরিবার।

ফৈরদৌসী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে থেকে ইচ্ছা ছিল শহীদ মিনারে আসব। গত পরশু আসলাম, এক আত্মীয়ের বাসায় থাকছি শহরে। সকাল ৬টায় বের হয়েছি, ফুল দিতে পেরেছি ১২টায়। তারপরও ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে এ দিনের আশায় আছি। দুই বাচ্চাকে আনতে পেরে খুব ভালো লাগছে—   যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বিল্লাল হোসেন বলেন, ‘বাবুদের মা বছরের শুরু থেকে বলে আসছে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে। আমারও আজ ছুটির দিন তাই কষ্ট হলেও নিয়ে এসেছি। তাদের আনন্দ-ই আমার আনন্দ।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১