হোম > সারা দেশ > ঢাকা

রাবির ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রশ্নে জারি করা রুল খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেছেন, যেহেতু তাদের নিয়োগ হয়নি, তাই রুল খারিজ করা হলো।  

এদিকে আদালত রায়ে বলেছেন, উল্লেখিতরা যদি আবেদন করেন এবং অন্য কোনো কারণে যদি অযোগ্য না হন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়টি বিবেচনা করতে পারে। এছাড়া জনগণের করের টাকা যারা ব্যবহার করেন তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা থাকা উচিত বলে পর্যবেক্ষণ দেন আদালত। 

২০২১ সালে মেয়াদ শেষ হওয়ার আগের দিন রাতে অ্যাডহক ভিত্তিতে শতাধিক নিয়োগ দেন বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিট দায়ে করেন। 

ওই রিটের পরিপ্রেক্ষেত ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ১৩৮ জন শিক্ষক ও কর্মচারীর নিয়োগ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাবেক ওই ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও এবিএম আলতাফ হোসেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন