হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নয়ন মৃধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা হত্যা মামলায় প্রধান আসামি সাদ্দামকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাদ্দাম গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপারেশন অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১০ জানুয়ারি ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় একটি দোকানের সামনে অজ্ঞাত দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে আসে। এ সময় তারা নয়ন মৃধাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর নয়নের চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতপরিচয়ে দুজন ছিনতাইকারীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার টঙ্গী পশ্চিম থানার পুলিশে হস্তান্তর করা হবে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন