হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নয়ন মৃধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা হত্যা মামলায় প্রধান আসামি সাদ্দামকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাদ্দাম গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপারেশন অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১০ জানুয়ারি ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় একটি দোকানের সামনে অজ্ঞাত দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে আসে। এ সময় তারা নয়ন মৃধাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর নয়নের চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতপরিচয়ে দুজন ছিনতাইকারীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার টঙ্গী পশ্চিম থানার পুলিশে হস্তান্তর করা হবে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর