হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষকের গলায় জুতার মালা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে ৬ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
 
সেই সঙ্গে স্বপন কুমার বিশ্বাসের শারীরিক ও মানসিক সুস্থতা এবং তাঁর নিরাপত্তায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নড়াইলের ডিসি, এসপি ও সংশ্লিষ্ট থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
এর আগে গত ৩০ জুন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, অনিক আর হক ও মো. শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। 

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য সমালোচিত ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে নড়াইলের সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের এক ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ১৮ জুন উত্তেজনা তৈরি হয়। কলেজের মুসলিম শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে হিন্দু ছাত্রটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের অফিসে আশ্রয় নিয়েছিলেন। সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রের পক্ষ নিয়েছেন—এমন অভিযোগে বিক্ষোভ থেকে উত্তেজনা বেড়ে যায়। পরে বিক্ষোভ থেকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ উঠে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ