হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরসহ চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার বিকেল ৫টার একটু আগে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁদেরকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আজকের পত্রিকাকে বলেন, সাদা পোশাকের ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এ সময় নাহিদের স্ত্রী ফাতেমা জহুরাকেও তাঁরা নিয়ে গেছেন। তবে আটক বা গ্রেপ্তারের বিষয়টি কেউ জানায়নি। 

তবে এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া গোয়েন্দা বিভাগের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

এর আগেও নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়া হয়। তাঁদের দুজনকেই পরে অজ্ঞাত ব্যক্তিরা ছেড়ে দেন। পরে তাঁরা ফিরে এসে নিজেরাই জানান এবং নির্যাতনের অভিযোগ করেন। এরপর থেকে তাঁরা দুজনেই একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক