হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল চলাচলের সময় বেড়েছে ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল আজ বুধবার থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে চলাচল শুরু করেছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, সব কটি স্টেশনে ট্রেন থামবে ও ছয় ঘণ্টা করে চলবে মেট্রোরেল। পর্যায়ক্রমে সময় বাড়িয়ে নিয়ে আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। 

এর আগে ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও পরে সময় বাড়িয়ে ৮টা থেকে করা হয়। ১০ মিনিট পর পর বিরতি দিয়ে ট্রেন বুধবার থেকে ২টা পর্যন্ত চলছে।

মেট্রো রেলের এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের সবগুলো চালু হয়েছে। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও ধাপে ধাপে সব খুলে দেওয়া হয়। স্টেশনগুলো হল–উত্তরা উত্তর যা দিয়াবাড়ি নামেও পরিচিত, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

উদ্বোধনের পর মার্চের ৩১ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই ব্যয়ের বেশির ভাগ ছিল বিদ্যুৎ বিল।

ডিএমটিসিএল জানিয়েছে, জুলাই মাস হতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই পারফরম্যান্স টেস্ট শুরু হবে। এ বছর ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রোরেল।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯