হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল চলাচলের সময় বেড়েছে ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল আজ বুধবার থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে চলাচল শুরু করেছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, সব কটি স্টেশনে ট্রেন থামবে ও ছয় ঘণ্টা করে চলবে মেট্রোরেল। পর্যায়ক্রমে সময় বাড়িয়ে নিয়ে আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। 

এর আগে ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও পরে সময় বাড়িয়ে ৮টা থেকে করা হয়। ১০ মিনিট পর পর বিরতি দিয়ে ট্রেন বুধবার থেকে ২টা পর্যন্ত চলছে।

মেট্রো রেলের এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের সবগুলো চালু হয়েছে। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও ধাপে ধাপে সব খুলে দেওয়া হয়। স্টেশনগুলো হল–উত্তরা উত্তর যা দিয়াবাড়ি নামেও পরিচিত, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

উদ্বোধনের পর মার্চের ৩১ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই ব্যয়ের বেশির ভাগ ছিল বিদ্যুৎ বিল।

ডিএমটিসিএল জানিয়েছে, জুলাই মাস হতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই পারফরম্যান্স টেস্ট শুরু হবে। এ বছর ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রোরেল।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩