রাজধানীর দক্ষিণখান এলাকার দুই অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গোয়েন্দা পুলিশ বলছে, এই চক্র নিরিবিলি গন্তব্যে যাওয়ার জন্য দক্ষিণখানের ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের ভাড়া করত। তারপর পরিকল্পিত জায়গায় নিয়ে ‘গলা কেটে’ চালকদের হত্যা করে লাশ নিরিবিলি এলাকায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেত।
তাঁরা হলন মো. খালেদ খান শুভ (২০), মো. টিপু (৩১), মো. হাসানুল ইসলাম ওরফে সান (২০), মো. জাহাঙ্গীর হোসেন (৪০), আব্দুল মজিদ (২৯) ও মো. সুমন (৩৫)। তাঁদের মধ্যে তিনজন চালকদের হত্যা করে রিকশা এনে দিতেন। এরপর চক্রের অপর সদস্যরা অটোরিকশা বিক্রি করতেন।
রাজধানী ঢাকা ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত চাকু, পাথরসহ তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি নিহত এক চালকের ছিনতাই হওয়া মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করা হয় বলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান।
হারুন বলেন, ‘৮ ও ২৫ ডিসেম্বর দুটি ভিন্ন ঘটনায় একই কায়দায় মোস্তফা (৩৫) ও জিহাদ (১৫) নামের দুই চালকের অটোরিকশা ভাড়া করেন টিপু, হাসান ও শুভ। মোস্তফাকে আশিয়ান সিটি ও জিহাদকে পূর্বাচল এলাকায় নিয়ে হত্যা করা হয়। একইভাবে দুজনের মরদেহ নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়।
ডিবির সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত মোস্তফার বৃদ্ধা মা সামছুন্নাহার বলেন, গত ৭ ডিসেম্বর রাত ১১টায় তাঁর ছেলের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। ফোন রাখার আগে পরদিন সকালে তিনি বাসায় আসতে চেয়েছিলেন।
মোস্তফার মা আরও বলেন, ‘নিখোঁজ হওয়ার ১১ দিনের মাথায় ফোন আসে, আমার জামাতা আশিয়ান সিটি নামে একটি জায়গায় আমার ছেলের লাশ পায়। আমি এখন কার কাছে যা’