হোম > সারা দেশ > ঢাকা

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সাভার

অপহরণের ঘটনায় আটক তিনজন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে মনসুর আলম নামের এক দুবাইপ্রবাসীকে অপহরণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সাভার পৌর এলাকার নামাগেন্ডা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ওই প্রবাসীকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মারুফ হোসেন (৩৪), আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।

অপহরণ করে মুক্তিপণ দাবির বিষয়টি সাভার থানা থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনসুর আলমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানে কাজ করতেন লাভলী আক্তার। সেই পরিচয়ের সূত্রে ৯ মাস আগে মনসুর আলমের কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে লাভলী দেশে চলে আসেন।

মনসুর আলম বলেন, ‘গত ২৬ জানুয়ারি আমি দেশে ফিরে লাভলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি টাকার জন্য আমাকে সাভারের ব্যাংকটাউন আসতে বলেন। তাঁকে বিশ্বাস করে ১২ মার্চ ব্যাংকটাউন এলে লাভলীসহ অন্যরা আমাকে কৌশলে অপহরণ করে পাশের নামাগেন্ডা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁরা আমার পকেটে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাঁরা আমাকে ওই বাড়িতে আটকে রেখে আমার পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন। পরিবার থেকে টাকা দিতে গড়িমসি করায় তাঁরা আমার ওপর নির্যাতন চালাতে থাকেন।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অপহৃত প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে আজ সকালে অভিযান চালানো হয়। এ সময় অপহৃত প্রবাসীকে উদ্ধারের পাশাপাশি এক নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ