হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বাইসাইকেল পেল ৪২ জন গ্রাম পুলিশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

যেকোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বেশির ভাগ সময় প্রত্যন্ত এলাকায় হেঁটে হেঁটে কাজ করতে হয়। এতে সময় লাগে বেশি বিড়ম্বনাও বাড়ে। এ জন্য টুঙ্গিপাড়ার ৪২ জন গ্রাম পুলিশকে দেওয়া হয়েছে বাইসাইকেল।  

গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজয় রেস্ট হাউসে উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রাম পুলিশের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা  প্রশাসক মো. ইকবাল হোসেন এই বাইসাইকেল বিতরণ করেন।  একই সঙ্গে তাঁদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ ছাড়া অসচ্ছল ও কর্মহীন ১০ জন গায়ক, যন্ত্রী ও যাত্রাশিল্পীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি ও বাল্যবিবাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়াসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেখা যায়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশের কাজ আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন উপস্থিত ছিলেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট