হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার রাতে অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
 

খন্দকার আল মঈন জানান, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তবে তাৎক্ষণিক গ্রেপ্তার ছয়জনের নাম-পরিচয় প্রকাশ করেনি র‍্যাব। এ ব্যাপারে আগামীকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বাহিনীটি। 

এর আগে বুধবার রাতে জেলা প্রশাসন স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তা ছাড়া ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোর ৬টা থেকে মহাসড়ক অবরোধে দক্ষিণাঞ্চলের সঙ্গে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শিক্ষার্থীরা জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তাঁর সহপাঠীর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাড থেকে হেঁটে মেসে যাচ্ছিলেন। রাস্তায় সাত-আটজন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তাঁর সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু