হোম > সারা দেশ > নরসিংদী

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে মুক্তার হোসেন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক ছাত্রীকে বাসায় ডেকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তের নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।

প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তদন্ত করে বিধি মোতাবেক ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় শিক্ষার্থীরা।

অভিযুক্ত মুক্তার হোসেন (৫৫) উপজেলার খামারের চর এ. এন. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার হারিসাংগান এলাকার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া এক সন্তানের বাবা তিনি।

শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, উপজেলার খামারের চর এ. এন. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন তার স্কুলের সাবেক এক ছাত্রীকে (বর্তমানে কলেজছাত্রী) খালি বাসায় ডেকে আনেন। পরে তিনি ফ্ল্যাট বাড়ি লিখে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিও রেকর্ড করে রাখেন।

গতকাল সোমবার রাতে প্রধান শিক্ষকের এসব অশোভন ঘটনা মোবাইল মেসেঞ্জারে অন্যদের জানানোর স্ক্রিনশটসহ অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে সিনিয়র শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলমান। এটাকে পুঁজি করে একটি চক্র ব্যক্তিগত অডিও রেকর্ডের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বড় করে তুলছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তা ভাইরাল হলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষা শেষ হলে ঘটনাটি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নেয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২