হোম > সারা দেশ > ঢাকা

দারুস সালামে ভাইকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিকেলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রকিবুল হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু নামের এক নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী স্থানীয় আমিনুল ইসলামের বোন। রোববার রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী বাসায় এসে আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তাঁরা বোন তাহমিনাকে গুলি করে চলে যায়।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ