হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অবরুদ্ধ তত্ত্বাবধায়ক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়কে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছে দায়িত্বরত আনসার সদস্যেরা।

আজ রোববার সকাল ১১টার থেকে তাঁর অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে বেলা ৩টার দিকে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হলেও বের হতে পারেননি তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত মে ও চলতি জুন মাসের বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে কিশোর উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ৫৫ জন আনসার সদস্য উন্নয়ন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। 

শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য জুয়েল বলেন, ‘মে ও চলতি জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। বেতনের বিষয়ে জানতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বেতন পরিশোধ নিয়ে আগেও কয়েক মাস গড়িমসি করেছেন তিনি। আজ সকাল থেকে এখানকার আনসার সদস্যরা তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে।’ 

টঙ্গী থানা আনসার ভিডিপির কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘বেতনের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার সদস্যরা আজ সকাল থেকেই তত্ত্বাবধায়কের অবরুদ্ধ করে রাখে। আমরা এসেছি, সকল আনসার সদস্যদের নিয়ে কথা বলছি। আগামীকাল বেতন পরিশোধ করা হবে আশ্বাস দেওয়া হয়েছে।’ 

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, ‘আমি এখন অবরুদ্ধ নই। আমি বরাদ্দ পাইনি তাই বেতন পরিশোধ করতে পারছি না। বেতন পরিষদের জন্য ১৯ লাখ টাকা রয়েছে। মাত্র ২২ হাজার টাকা কম। বরাদ্দের টাকা পেলেই আগামীকাল বেতন পরিশোধ করা হবে।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট