গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষের দুই ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হরিনহাটি এলাকার মৃত আবদুল সালামের ছেলে আলামীন (৩২) ও অনিক হোসেন (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যান ঘোরানোর সময় মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী এক ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর জনকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালনা হাইওয়ে পুলিশের (ওসি) আতিকুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।