হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হবে টিকার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

আগামী রোববার বা সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মী যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং যাদের বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়। এই ধরনের ব্যক্তিদের আমরা বুস্টার ডোজ দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। আগামী সপ্তাহের রোববার বা সোমবার বুস্টার ডোজের ট্রায়াল শুরু হবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ভ্যাকসিনের কোনো অভাব নাই। আমাদের কাছে এখনো প্রায় সাত কোটি ভ্যাকসিন আছে, এবং আগামী মাসে আরও দুই কোটি ভ্যাকসিন আসবে। সব ভ্যাকসিন মিলে আমাদের হাতে এখন পৌনে ৫ কোটি ভ্যাকসিন আছে। আমাদের টার্গেটের প্রায় ৫০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং প্রায় ৩০ শতাংশ বেশি ডাবল ডোজ দেওয়া হয়ে গেছে। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু