আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা পয়েন্টে যমুনা নদীর ডুবোচরে যানবাহন নিয়ে হামিদুর রহমান নামের একটি রো-রো ফেরি আটকে পড়েছে। ফেরিটিতে মালবাহী ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদ নেওয়াজ জানান, সোমবার রাত ৮টার দিকে হামিদুর রহমান নামের একটি রো-রো ফেরি কাজিরহাট থেকে আরিচা আসার পথে আরিচা পয়েন্টের অদূরে যমুনা নদীর তীব্র স্রোতে পার্শ্ববর্তী ডুবোচরে আটকে পড়ে। পরে খবর পেয়ে ফেরিটিকে উদ্ধার করতে রাতেই আরিচা থেকে আইটি ৩৯৭ টাগবোট ঘটনাস্থলে যায়।
ওই কর্মকর্তা জানান, যমুনা নদীর তীব্র স্রোতে মার্কিং বাতি সরে যাওয়ায় অন্ধকারে রাস্তা ভুলক্রমে ফেরিটি ডুবোচরে গিয়ে আটকে পড়ে। আটকে পড়া ফেরিটিতে ১৫ টির বেশি মালবাহী ট্রাক ও ৭ থেকে ৮ ব্যক্তিগত গাড়ি রয়েছে।
ঘণ্টাখানেকের মধ্যে ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।