হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভারসংলগ্ন রেললাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শ্রীনগর ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে এবং প্রায় ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় মাথার মগজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি গ্রহণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।’

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ