হোম > সারা দেশ > গাজীপুর

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, ৬ জনের বিরুদ্ধে মামলা 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কাপাসিয়া থানায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। 

মামলায় চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সবুজ মিয়া ফকির (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। তাঁর ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মো. ফারুক ফকিরের (৫০) সঙ্গে ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে সেই জমির গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। 

একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়। ঘটনার সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু