রাজধানীর ধামরাই এলাকার সাবিনা আক্তার (৩৫) নামে বাক প্রতিবন্ধী এক নারী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে বাবার বাড়ি থেকে সাবিনা আক্তার বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
সাবিনা আক্তার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আবদুল কাদের মাষ্টারের মেয়ে ও বান্নল গ্রামের মালু মিয়ার স্ত্রী। সাবিনার নিখোঁজের বিষয়ে তার ভাই নজরুল ইসলাম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নম্বর ৪৬০।
সাবিনা আক্তারের ভাই নজরুল ইসলাম জানান, আমার বোন বাক্প্রতিবন্ধী। গত চার দিন ধরে সে নিখোঁজ। আমাদের সকল আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি কিন্তু কোথাও পাইনি। পরে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি সবার কাছে অনুরোধ জানাই, কেউ যদি আমার বোনকে কোথাও দেখতে পান। দয়া করে জানাবেন।