হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (এমবিয়েন্ট স্টিল বিডি) শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা। 

কারখানার শ্রমিকেরা জানান, এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় প্রায় ৪০০ শ্রমিক ও কর্মচারী বিভিন্ন শাখায় কর্মরত আছেন। তিন মাস ধরে কারখানার মালিক কর্তৃপক্ষ তাঁদের বেতন দিকে গড়িমসি করে আসছে।

এ নিয়ে কারখানার ভেতরের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কয়েক দফা আলোচনা হলেও মালিক পক্ষ হকেয়া বেতন পরিশোধ করতে বিভিন্ন টালবাহানা করছেন।

বাধ্য হয়ে আজ দুপুরে বকেয়া তিন মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরের বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীসাধারণ। 

খবর পেয়ে শিল্প পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে। পরে আজ সন্ধ্যার দিকে এক মাসের বেতন পরিশোধ ও আগামী বুধবার বাকি বকেয়া মাসের টাকা পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। বিকেল ৫টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬