হোম > সারা দেশ > ঢাকা

সেনা–র‍্যাবের পোশাকে ডাকাতি: গ্রেপ্তার ১১ জনের ৫ জনই বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে সশস্ত্র বাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধারও করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। 

আজ রোববার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতি করে। যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী পরিবার। 

এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মূলত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অনেক আটক আছে শুনেছি। তবে, থানা-পুলিশের কাছে এখন পর্যন্ত একজনকেও সোপর্দ করা হয়নি।’

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতেরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করা হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব আটজনকে এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযান চলমান আছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার