হোম > সারা দেশ > গাজীপুর

ধর্ষণচেষ্টার অভিযোগে এপিবিএন সদস্য কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানার কুদ্দুছনগর এলাকায় এক তরুণীকে (২১) ধর্ষণ চেষ্টার অভিযোগে গত শনিবার মো. মনিরুজ্জামান (২৩) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মনিরুজ্জামান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বিয়ারা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি এপিবিএন উত্তরা এলাকায় কর্মরত ছিলেন।

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, কুদ্দুছনগর এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন ভুক্তভোগী ওই নারী। তিন বছর আগে ওই নারীর সঙ্গে এপিবিএন সদস্য মনিরুজ্জামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্রধরে গত ফেব্রুয়ারিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কোনাবাড়ীতে এক আত্মীয়ের বাসায় ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মনিরুজ্জামান। কিন্তু পরে বিয়ে না করায় গাজীপুর আদালতে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। পরে মনিরুজ্জামান মামলার বিষয়টি জানতে পেরে ওই নারীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিভিন্ন সময় ফোনে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন ওই নারীকে।

গত শনিবার মধ্যরাতে মনিরুজ্জামান ওই নারীর বাসায় গিয়ে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান। মামলা তুলে নিতে রাজি না হলে মনিরুজ্জামান তাঁকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরুজ্জামানকে আটক করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা-পুলিশ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার এ ঘটনায় তরুণী বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন।

ওসি আরও জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মনিরুজ্জামানকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন