গাজীপুরের শ্রীপুর থেকে শাকিল (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
নিহত কিশোরের বাবা মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক একটু সমস্যার কারণে ছেলেটা অভিমান করে সবার অজান্তে বিষপান করে। বিষয়টি জানার পর দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়। আমার ছেলে তার দাদা মাহামুদ আলীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অভিমান করে বিষপান করে মারা গেছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।’