হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালানকারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ ফের মো. অলি আহাদ (৪৬) নামের একজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান শনিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিমানবন্দরের দুই নম্বর আগমনী হলের বাইরের কার পার্কিং এলাকা থেকে শুক্রবার রাত সোয়া ১টার দিকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত বজলু মিয়া ও আম্বিয়া বেগম দম্পতির ছেলে অলি আহাদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের ছয় পিস স্বর্ণের বার ও ৩৪০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই নম্বর আগমনী হলের বাইরে এক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার কাছে ছয়টি গোল্ড বার ও কিছু স্বর্ণালংকার রয়েছে। এসব স্বর্ণের মোট ওজন প্রায় ১ কেজি ২৫ গ্রাম। এ ঘটনায় ওই ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যার কারণে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকালে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার চোরাচালানকারীর পরিহিত জিন্সের প্যান্টের দুই পকেটে সুকৌশলে লুকায়িত ছিল।

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া অলি আহাদ কোনো যাত্রী নন। তিনি স্বর্ণ চোরাচালানকারী। বিদেশ থেকে আগত যাত্রীর মাধ্যমে এই স্বর্ণের চালান বাংলাদেশে নিয়ে এসেছিলেন। পরে শুল্ক ফাঁকির মাধ্যমে এগুলো তিনি সংগ্রহ করেছেন। তবে কোন যাত্রীর মাধ্যমে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণ আনা হয়েছে, তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি। মামলার পর তদন্তে এসব বিষয় জানা যাবে।

উল্লেখ্য, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার, ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ মো. রুস্তম আলী (৩৮) নামের অপর এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছিল এপিবিন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ