হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে নৌকার কার্যালয় ভাঙচুর, থানায় অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাকালিয়া এলাকার নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। 

আজ শুক্রবার সকালে এ ঘটনায় নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন চারজনকে প্রধান ও ২০-২৫ জনকে অজ্ঞাত করে থানায় অভিযোগ দায়ের করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জোটবদ্ধ হয়ে মো. আল আমিনের ওপর হামলা করে। তিনি পালিয়ে গেলে নৌকার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে হামলা করে। এ সময় পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী, সাংসদ মেহের আফরোজ চুমকির ছবি এবং ৫-৭টি চেয়ার ভাঙচুর করে এবং নির্বাচন করতে দেবে না বলে হুমকি দেয়। পরে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং হামলাকারীরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী আল আমিন বলেন, ৬টার দিকে বাড়ির সামনে অবস্থিত নৌকার কার্যালয়ে বসে থাকা অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর একটি মিছিল নৌকার কার্যালয় পার করার সময় অতর্কিত হামলা চালায়। এই হামলায় নেতৃত্ব দেন রতন সরকার, মইনুল সরকার, নাজির হোসেন এবং খালিদ মেম্বার। তাঁরা নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং এমপির ছবি ও চেয়ার ভাঙচুর করেন। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। 

ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘অভিযোগটি আজকে সকালেই করা হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু বিষয়টি নির্বাচনকেন্দ্রিক, তাই যত দ্রুত সম্ভব অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেব।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল