হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে নৌকার কার্যালয় ভাঙচুর, থানায় অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কাকালিয়া এলাকার নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। 

আজ শুক্রবার সকালে এ ঘটনায় নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন চারজনকে প্রধান ও ২০-২৫ জনকে অজ্ঞাত করে থানায় অভিযোগ দায়ের করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জোটবদ্ধ হয়ে মো. আল আমিনের ওপর হামলা করে। তিনি পালিয়ে গেলে নৌকার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে হামলা করে। এ সময় পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী, সাংসদ মেহের আফরোজ চুমকির ছবি এবং ৫-৭টি চেয়ার ভাঙচুর করে এবং নির্বাচন করতে দেবে না বলে হুমকি দেয়। পরে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং হামলাকারীরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী আল আমিন বলেন, ৬টার দিকে বাড়ির সামনে অবস্থিত নৌকার কার্যালয়ে বসে থাকা অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর একটি মিছিল নৌকার কার্যালয় পার করার সময় অতর্কিত হামলা চালায়। এই হামলায় নেতৃত্ব দেন রতন সরকার, মইনুল সরকার, নাজির হোসেন এবং খালিদ মেম্বার। তাঁরা নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং এমপির ছবি ও চেয়ার ভাঙচুর করেন। পরে আশপাশের মানুষ এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। 

ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘অভিযোগটি আজকে সকালেই করা হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু বিষয়টি নির্বাচনকেন্দ্রিক, তাই যত দ্রুত সম্ভব অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেব।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান