হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাজে যোগদানের সপ্তাহের মাথায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার আউটার সার্কুলার রোডে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শেমা বেগম (২৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শেমার বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাজ গ্রামে। তিনি ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার দুই সিকিউরিটি গার্ড সম্রাট ও খোকন জানান, নিচতলায় তাঁরা ডিউটি করছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তাঁরা গিয়ে দেখতে পান ওই বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শেমা বেগম পঞ্চম তলার গৃহকর্তা আহমেদ আজমের বাসার কাজ করতেন। এক সপ্তাহ আগে তিনি ওই বাসায় কাজে আসেন। ওই বাসায় গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনই বয়স্ক মানুষ। তাঁদের দেখাশোনার জন্য শেমাকে নিয়ে আসা হয়। 

ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার দুই সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, ‘এই ঘটনা এখনো কেউ কোনো অভিযোগ করেনি। নেহাতের পরিবার এবং স্বজনরা আসলে তাদের সঙ্গে কথা বলে, তাঁদের চা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের