হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাজে যোগদানের সপ্তাহের মাথায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার আউটার সার্কুলার রোডে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শেমা বেগম (২৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শেমার বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাজ গ্রামে। তিনি ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার দুই সিকিউরিটি গার্ড সম্রাট ও খোকন জানান, নিচতলায় তাঁরা ডিউটি করছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তাঁরা গিয়ে দেখতে পান ওই বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শেমা বেগম পঞ্চম তলার গৃহকর্তা আহমেদ আজমের বাসার কাজ করতেন। এক সপ্তাহ আগে তিনি ওই বাসায় কাজে আসেন। ওই বাসায় গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনই বয়স্ক মানুষ। তাঁদের দেখাশোনার জন্য শেমাকে নিয়ে আসা হয়। 

ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার দুই সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, ‘এই ঘটনা এখনো কেউ কোনো অভিযোগ করেনি। নেহাতের পরিবার এবং স্বজনরা আসলে তাদের সঙ্গে কথা বলে, তাঁদের চা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু