হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাজে যোগদানের সপ্তাহের মাথায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার আউটার সার্কুলার রোডে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শেমা বেগম (২৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শেমার বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জামলাবাজ গ্রামে। তিনি ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার দুই সিকিউরিটি গার্ড সম্রাট ও খোকন জানান, নিচতলায় তাঁরা ডিউটি করছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তাঁরা গিয়ে দেখতে পান ওই বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শেমা বেগম পঞ্চম তলার গৃহকর্তা আহমেদ আজমের বাসার কাজ করতেন। এক সপ্তাহ আগে তিনি ওই বাসায় কাজে আসেন। ওই বাসায় গৃহকর্তা ও গৃহকর্ত্রী দুজনই বয়স্ক মানুষ। তাঁদের দেখাশোনার জন্য শেমাকে নিয়ে আসা হয়। 

ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার দুই সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, ‘এই ঘটনা এখনো কেউ কোনো অভিযোগ করেনি। নেহাতের পরিবার এবং স্বজনরা আসলে তাদের সঙ্গে কথা বলে, তাঁদের চা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত