হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় আরও ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ ও হরিহরপুর এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।

উদ্ধার হওয়া দুজনের একজন আব্দুল্লাহ আল জাবের (৩২), অপরজনের নাম আরোহী (৪)। তবে এখনো দুজন যাত্রী নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের। 

দমকল কর্মীরা জানান, মৃত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লাগছে। 

উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো আমরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যারা নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছিলেন, তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে। 

নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের জোবায়ের হোসেন, ও কুয়েতপ্রবাসী মোসলেম উদ্দিনের (৫৫)। নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু