হোম > সারা দেশ > মাদারীপুর

এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের শিবচরে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিল্লাল মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মণ্ডল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মণ্ডলের ছেলে। একটি ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় ট্রাকের দুই যাত্রী আহত হন। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের বন্দরখোলা এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা লাগে গরুবাহী ট্রাকটির। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বিল্লাল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তারা গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার