হোম > সারা দেশ > শরীয়তপুর

লিবিয়ায় মানব পাচার: স্বজনের পথ চেয়ে আদালত চত্বরে আছাড়ি-পিছাড়ি

শরীয়তপুর প্রতিনিধি

দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় গিয়ে এক বছর যাবৎ নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৪ জন। গতকাল তাঁদের স্বজনদের অনেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কান্নাকাটি করে। ছবি: আজকের পত্রিকা

দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় গিয়ে এক বছর যাবৎ নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৪ তরুণ-যুবক। দিশেহারা হয়ে পড়েছেন তাঁদের স্বজনেরা। নিরুপায় হয়ে তাঁরা এখন আছাড়ি-পিছাড়ি খাচ্ছেন আদালত চত্বরে।

দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে আমরণ অনশনে বসেছেন নিখোঁজ ২৪ পরিবারের স্বজনেরা। গত শনিবার সকাল থেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শুরু হয়েছে এ অনশন। গতকাল রোববার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছেন তাঁদের কেউ কেউ।

খোঁজ নিয়ে ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ ও ২০২৩ সালে শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া, দক্ষিণ ভাষানচর, নতুন হাট, চর নেয়ামতপুর, চর ভাষানচর, চাপাতলী, চরচাটাং মাদারীপুর সদরের জাগীর, জাফরাবাদ, ত্রিভাগাদি, কালকিনির সূর্যমণি এলাকার ২৪ যুবক ও তরুণকে অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রথমে সংযুক্ত আরব আমিরাত, তারপর মিসর হয়ে লিবিয়া পাঠানো হয়। এর পর থেকে তাঁরা নিখোঁজ আছেন। ওই ২৪ তরুণ-যুবকের পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে ২০ লাখ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্রটি।

গত বছরের ২২ মার্চ থেকে ওই ২৪ জনের পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করছে না বলে দাবি করেছেন স্বজনেরা। এখন তাঁরা কোথায়, কী অবস্থায় আছেন, তাও জানেন না পরিবারের লোকজন।

পুলিশ ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের চর যাদবপুর গ্রামের রাশেদ খান ও তাঁর ভাইয়েরা বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর কাজ করেন।

রাশেদ খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে শরীয়তপুরের আদালত ও সদরের পালং মডেল থানায় ১১টি মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তিদের স্বজনেরা। এসব মামলা করার পর পুলিশ রাশেদ খান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের জন্য তৎপর হয়। গত শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশেদ খানকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাশেদের গ্রেপ্তারের খবর পেয়ে নিখোঁজ ২৪ তরুণ-যুবকের স্বজনেরা শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ব্যানার টানিয়ে অনশনে বসেন। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তাঁদের শিশুসন্তানদের অনশনে দেখা যায়। এ সময় স্বজন হারানোর শঙ্কায় আদালত চত্বরে বুকফাটা আর্তচিৎকার ও গড়াগড়ি খেতে দেখা গেছে স্বজনদের।

অনশনে যোগ দিয়ে আদালত চত্বরে মাটিতে গড়াগড়ি করে কান্না করছিলেন রিয়াজ আকন। তাঁর ছোট ভাই দিদার হোসেন ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। রিয়াজ বলেন, ‘আমরা গরিব মানুষ। পরিবারের অভাব দূর করার জন্য জমি ও গরু বিক্রি করে ছোট ভাইকে ইতালি পাঠানোর জন্য দালাল রাশেদকে ২০ লাখ টাকা দিই। কিন্তু দালাল আমার ভাইকে লিবিয়া নিয়ে অবৈধ পথে সমুদ্র দিয়ে ইতালি পাঠানোর চেষ্টা করেন। কিন্তু এক বছর ধরে ভাইয়ের সন্ধান পাচ্ছি না। সে বেঁচে আছে, না মরে গেছে, কিছুই বলতে পারছি না। আমরা স্বজনদের সন্ধান চাই। আর রাশেদসহ দালাল চক্রের সবার শাস্তি চাই।’

এ সময় আদালত চত্বরে নিখোঁজ শাহীন শিকদারের মা রুমা বেগম, ফারুক হোসেনের মা মাহফুজা বেগম, সরদার সাকেবুলের মা শিয়িয়া বেগম, শামীম কাজীর মা সাথী বেগম, আতিকুর রহমানের বোন আফরোজা আক্তার, রফিক মোড়লের মা রহিমা বেগম, আমিনুল ইসলামের মা কমলা বেগম, দিপু শিকদারের বাবা ইউনুস শিকদারসহ অনেকের বুকফাটা কান্না ও গড়াগড়িতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মানব পাচারের ৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৩টি মামলা তদন্ত করছে জেলা পুলিশ, সিআইডিতে তদন্তাধীন রয়েছে ২০টি মামলা। এজাহারে আসামির সংখ্যা ২৬০ জন। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘রাশেদ খান নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট