হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট চট্টগ্রামে লাঠির আঘাতে আহত সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক শিক্ষার্থী মারা গেছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্যান্টনমেন্ট থানা-পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত আরিফের বাবা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার কৌশল্যা গ্রামে। এলাকায় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত। চার সন্তানের মধ্যে সাইফুল ছিল বড়।

তিনি আরও জানান, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়। পরে আওয়ামী লীগের লোকজন হাতে ব্যাপক মারধরের শিকার হয় সাইফুল। খবর পেয়ে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান হক বলেন, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে মারধরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে সিএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিএমএইচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার