হোম > সারা দেশ > ঢাকা

বিরামপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

খায়রুল আলম রাজু। সংগৃহীত ফাইল ছবি

হত্যা মামলায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী আটকের পর পুলিশ আজ বৃহস্পতিবার সকালে (২০ ফেব্রুয়ারি) তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (চকপাড়া রোড) এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারধরের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ এবং ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে খায়রুল আলম রাজুকে গতকাল দিবাগত রাতে বিরামপুর শহরের পূর্ব জগন্নাথপুর তাঁর নিজ বাড়ি থেকে যৌথ বাহিনী আটক করে।

ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে আজ সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ