হোম > সারা দেশ > ঢাকা

বিরামপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

খায়রুল আলম রাজু। সংগৃহীত ফাইল ছবি

হত্যা মামলায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী আটকের পর পুলিশ আজ বৃহস্পতিবার সকালে (২০ ফেব্রুয়ারি) তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (চকপাড়া রোড) এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারধরের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ এবং ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে খায়রুল আলম রাজুকে গতকাল দিবাগত রাতে বিরামপুর শহরের পূর্ব জগন্নাথপুর তাঁর নিজ বাড়ি থেকে যৌথ বাহিনী আটক করে।

ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে আজ সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির