হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নির্বাচন অফিসে গিয়ে এক মাস ধরে নিখোঁজ সিপিবি নেতা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম (৭০)। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রহস্যজনকভাবে নিখোঁজের এক মাস দুই দিন পরও হদিস মিলছে না তাঁর। প্রতিপক্ষের কোনো লোকজনের হাতে তিনি অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবার, স্বজন ও পার্টির নেতা-কর্মীরা। 

নিহত হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় ব্যাপক মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই আবদুর রহমান। 

এ বিষয়ে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, ইউপি নির্বাচন উপলক্ষে তাঁর গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। 

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে। সকল কিছু মাথায় রেখে তাঁর সন্ধান এবং উদ্ধারে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে চান্দপুর ইউনিয়নের চান্দপুর ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীন তেতুল তলা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব