বরগুনার পাথরঘাটার মানবতাবিরোধী মামলার এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। তাঁর নাম ফজলুল হক খান (৭২)। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ফজলুল হক খান মানবতাবিরোধী মামলার আসামি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছহেরাবাদ ইউনিয়নের চড়দুয়ানী গ্রামে। বাবার নাম মৃত নাদের আলী খান। হাজতি নম্বর ২০৪৩১/২৩।