হোম > সারা দেশ > গোপালগঞ্জ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রানা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। 

ওসি বলেন, ‘আজ (রোববার) রাতে রানা মোল্লা ও তাঁর কয়েকজন বন্ধু মিলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যায়। সেখান থেকে বাড়ির দিকে ফেরার পথে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে পৌঁছালে বদু সরদার ও তাঁর ১৫ থেকে ১৬ জন সমর্থক রানা মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।’ 

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের