রাজধানীর নতুন বাজারে একটি ফার্নিচারের শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল ৫টা ৩৮ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৪টা ২৫ মিনিটে ওই ফার্নিচারের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুনটি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
রোজিনা বলেন, নতুন বাজারে ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা একটি শোরুমে আগুন লাগে। বিকেল ৫টা ৩৮ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।