হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাড়ির বারান্দায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

জাহানারা বেগম (২৩) রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার পর থেকে পলাতক। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম মিয়া জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে আজ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্‌ঘাটন করা হবে।’ 

রাকিবুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ওই নারী ঝুলন্ত অবস্থায়। তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে আছে। এটা দেখে মনে হচ্ছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তা ছাড়া ওর স্বামী পলাতক রয়েছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর