হোম > সারা দেশ > ঢাকা

সাভারে প্রাইভেট কারচাপায় দুই পথচারী, সড়ক বিভাজকে বাস উঠে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে আজ সোমবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকের ওপরে তুলে দেন চালক। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ও আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুজন হলেন পথচারী, একজন দূরপাল্লার পরিবহনের চালকের সহকারী ছিলেন। তাঁরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাকেশ দাসের স্ত্রী অর্চনা রায় (৩৫), একই জেলার মোহনগঞ্জ উপজেলার ধীরেন্দ্র দাসের ছেলে হৃদয় দাস (২০)। তাঁরা সাভারের ব্যাংক টাউন এলাকায় থাকতেন। অপরজন নাবিল পরিবহনের চালকের সহকারী (হেলপার) আনোয়ারুল ইসলাম (৩৩)।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, অর্চনা রায় ও হৃদয় দাস গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের চালক সেতুর নিচে তাঁর গাড়িটি ইউ টার্ন নেওয়ার সময় তাঁদের ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান।

অপর দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায়। নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের ওপরে তুলে দিলে চালকের সহকারী আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে বলেন, দুটি দুর্ঘটনায় প্রাইভেট কার ও বাস জব্দ করা হয়েছে। তবে যানবাহন দুটির চালকেরা পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন