হোম > সারা দেশ > ঢাকা

সাভারে প্রাইভেট কারচাপায় দুই পথচারী, সড়ক বিভাজকে বাস উঠে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে আজ সোমবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকের ওপরে তুলে দেন চালক। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ও আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুজন হলেন পথচারী, একজন দূরপাল্লার পরিবহনের চালকের সহকারী ছিলেন। তাঁরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাকেশ দাসের স্ত্রী অর্চনা রায় (৩৫), একই জেলার মোহনগঞ্জ উপজেলার ধীরেন্দ্র দাসের ছেলে হৃদয় দাস (২০)। তাঁরা সাভারের ব্যাংক টাউন এলাকায় থাকতেন। অপরজন নাবিল পরিবহনের চালকের সহকারী (হেলপার) আনোয়ারুল ইসলাম (৩৩)।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, অর্চনা রায় ও হৃদয় দাস গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের চালক সেতুর নিচে তাঁর গাড়িটি ইউ টার্ন নেওয়ার সময় তাঁদের ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে প্রাইভেট কারের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান।

অপর দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায়। নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের ওপরে তুলে দিলে চালকের সহকারী আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে বলেন, দুটি দুর্ঘটনায় প্রাইভেট কার ও বাস জব্দ করা হয়েছে। তবে যানবাহন দুটির চালকেরা পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে