হোম > সারা দেশ > ঢাকা

সেলিম প্রধানের বিরুদ্ধে আরও দুই ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অনলাইন জুয়া ক্যাসিনো কারবারের মূল হোতা ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে আরও দুই ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষ্যদাতারা হলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুন্সি আবু জাকারিয়া। এ নিয়ে এই মামলায় ২২ জন সাক্ষ্য দিলেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন ও রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবু জামাল খান সাক্ষ্য দেন। 
আজও সাক্ষ্য গ্রহণের সময় সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আবার তাঁকে কারাগারে ফেরত নেওয়া হয়। আদালত আগামী ১৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে গত বছরের ৩১ অক্টোবর আদালত সেলিমের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছিল। এই উপপরিচালকই মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তাঁর নামে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছেন। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন